ইইউতে চীনা মিশনের দলনেতা চাং মিং শাংহাই সহযোগিতা সংস্থার মহাসচিবের দায়িত্ব গ্রহণ করেছেন: চীনা মুখপাত্র
2022-01-05 19:15:37

জানুয়ারি ৫: আজ (বুধবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, শাংহাই সহযোগিতা সংস্থার সংশ্লিষ্ট নিময় অনুযায়ী সংস্থার রাষ্ট্রীয় প্রধানদের কাউন্সিলের অনুমোদন পাওয়ার পর চাং মিং ২০২২ সালের পহেলা জানুয়ারি থেকে এ সংস্থার মহাসচিবের দায়িত্ব পালন করছেন এবং তার কার্যমেয়াদ তিন বছর।

 

মুখপাত্র বলেন, চাং মিং প্রবীণ কূটনীতিক এবং তার কূটনৈতিক কাজের অভিজ্ঞতা আছে। তিনি শাংহাই সহযোগিতা সংস্থার আগের মহাসচিবদের মতো এ সংস্থার উন্নয়ন এগিয়ে নেবেন।

মুখপাত্র বলেন, শাংহাই সহযোগিতা সংস্থার সচিবালয়ের স্বাগতিক দেশ হিসেবে চীন আগের মতো ভবিষ্যতেও সংস্থার সচিবালয় ও মহাসচিবের কাজে সমর্থন দেবে, বিভিন্ন পক্ষের সঙ্গে অব্যাহতভাবে শাংহাই চেতনা পালন করবে, রাজনৈতিক নিরাপত্তা, আর্থ-বাণিজ্যিক আন্তঃযোগাযোগ ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা গভীর করবে, আরো ঘনিষ্ঠ শাংহাই সহযোগিতা সংস্থার অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গড়ে তুলবে এবং এই অঞ্চল তথা বিশ্বের শান্তি ও উন্নয়নে অবদান রাখবে।

(লিলি/তৌহিদ/শুয়ে)