মহামারী প্রতিরোধে আন্তর্জাতিক সহযোগিতায় যুক্তরাষ্ট্রের আত্মসমালোচনা করা উচিত্: চীনা মুখপাত্র
2022-01-05 17:10:31

জানুয়ারি ৫: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (বুধবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, বিদেশে নিযুক্ত মার্কিন বাহিনী স্থানীয় নিয়ম অগ্রাহ্য করে চলেছে। তারা মহামারী প্রতিরোধের বিধিনিষেধ মানে না, স্থানীয় জনগণের সুস্বাস্থ্য ও গণ-স্বাস্থ্যের অধিকার উপেক্ষা করে, বারবার মহামারী ছড়ায়। মহামারী প্রতিরোধে সারা বিশ্বে নেতৃত্বের ভূমিকা পালন করা-সংক্রান্ত মার্কিন দাবির বিপরীতধর্মী বাস্তব চিত্র এটি।

মুখপাত্র আরও বলেন, বিদেশে মার্কিন সেনাবাহিনীর সামরিক ঘাঁটিতে গুচ্ছ মহামারী দেখা দিয়েছে এবং তা স্থানীয় জনগণের স্বাস্থ্যখাতে হুমকি সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের মহামারী প্রতিরোধে আন্তর্জাতিক সহযোগিতায় নেতিবাচক প্রভাব পর্যালোচনা করা উচিত্ এবং বিশ্বের বিভিন্ন দেশের স্বাস্থ্য রক্ষার ইস্যুতে দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত্।

সম্প্রতি, জাপানের ওকিনাওয়া প্রিফেকচারের গভর্নর বলেছেন, জাপানে নিযুক্ত মার্কিন বাহিনীর মাধ্যমে নভেল করোনাভাইরাসের নতুন ধরন ছাড়িয়ে পড়েছে। এতে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। মহামারী প্রতিরোধে মার্কিন সেনাবাহিনীর সহযোগিতা না করায় কিছু ‘সুবিধা’ বাতিল করার প্রস্তাব দেন তিনি। লিলি/তৌহিদ/শুয়ে