চীন বিভিন্ন দেশের সঙ্গে হাতে হাত রেখে ভবিষ্যতের দিকে যাচ্ছে: চীনা মুখপাত্র
2022-01-04 18:54:00

জানুয়ারি ৪: আজ (মঙ্গলবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, নতুন বছর চীনের কূটনীতিতে সি চিন পিংয়ের কূটনৈতিক চিন্তাধারার নির্দেশনায় মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠনের পতাকা হাতে নিয়ে জনগণ-কেন্দ্রিক চীনা জাতির মহান পুনরুত্থান বাস্তবায়ন করতে হবে। এজন্য বহির্বিশ্বের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে যাবে। চীন বিভিন্ন দেশের সঙ্গে হাতে হাত রেখে মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটির উজ্জ্বল ভবিষ্যত রচনা করবে।

 

মুখপাত্র বলেন, যেন খ্রিষ্টীয় নববর্ষের শুভেচ্ছাবার্তায় প্রেসিডেন্ট সি বলেছিলেন- বিগত বছর ছিলো তাত্পর্যময়।

২০২১ সালে আমরা সিপিসি ও দেশের ইতিহাসে মাইলফলক ঘটনা প্রত্যক্ষ করেছি। চীনা কূটনীতির উত্কৃষ্ট অধ্যায় রচিত হয়েছে। কমরেড সি চিন পিং-কেন্দ্রিক সিপিসি’র কেন্দ্রীয় কমিটির দৃঢ় নেতৃত্ব মহামারী প্রতিরোধে আন্তর্জাতিক সহযোগিতায় অবদান রেখেছে, বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারের সুযোগ সৃষ্টি করেছে এবং আন্তর্জাতিক বিচার ও ন্যায্যতা রক্ষায় চীনের শক্তি যুগিয়েছে। ফলে বিশ্ব শান্তির নির্মাতা, বৈশ্বিক উন্নয়নের অবদানকারী, আন্তর্জাতিক শৃঙ্খলার রক্ষাকারী এবং গণপণ্যের যোগানদাতা হিসেবে চীনের আন্তর্জাতিক ভাবমূর্তি প্রতিফলিত হয়েছে।

(লিলি/তৌহিদ/শুয়েই)