সোলাইমানির হত্যাকারীদের শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট
2022-01-04 16:36:32

জানুয়ারি ৪: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি গতকাল (সোমবার) তেহরানে ইরানের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা কাশেম সোলাইমানির হত্যাকারীদের শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিন ইরানের বিভিন্ন জায়গায় স্মরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় গত বছরের ৩ জানুয়ারি নিহত হন ইরানের রেভল্যুশনারি গার্ডের কুদস বাহিনীর কমান্ডার জেনারেল কাশেম সোলাইমানি।

রাইসি তেহরানে আয়োজিত এক স্মরণ অনুষ্ঠানে বলেন, হত্যাকাণ্ডের অংশগ্রহণকারী মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওসহ জড়িতদের বিচার করতে হবে। তাদের শাস্তি হওয়া উচিত। নাহলে ইরান প্রতিশোধ নেবে।

 

ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ের ওয়েবসাইটের খবরে জানা গেছে, ইরানের সর্বোচ্চ নেতা সাইয়্যেদ আলী খামেনেয়ী গত সোমবার সোলাইমানির আত্মীয়দের সঙ্গে দেখা করেছেন।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)