করোনার বুস্টার ডোজ নিয়েছেন সোয়া লাখ মানুষ
2022-01-03 18:29:20

ঢাকা, জানুয়ারি ৩: করোনা প্রতিরোধে এখন পর্যন্ত বাংলাদেশে করোনা টিকার বুস্টার ডোজ দ্রেয়া হয়েছে ১ লাখ ১৪,৭৪০ জনকে। এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায় স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীতে ১১ হাজার ৪৬৬ জন আর ঢাকা বিভাগে ১৬ হাজার ৭৪৭ জনকে এ টিকার দেওয়া হয়েছে। এদিকে ময়মনসিংহ বিভাগে ১ হাজার ৫১৬ জন, চট্টগ্রামে ২ হাজার ৪২৭ জন, রাজশাহীতে ২ হাজার ৮৬১ এবং রংপুরে ৫ হাজার ৩৫০জনকে বুস্টার ডোজ দেয়া হয়েছে। অন্যদিকে, খুলনায় ৬ হাজার ৩৫৯ জন, বরিশালে ৯৯৩ জন, সিলেটে ১ হাজার ৪২২ জনকে বুস্টার ডোজের আওতায় আনা হয়েছে।

এর আগে গেল ২৮ ডিসেম্বর সারা দেশে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হয়।

সাজিদ রাজু