বাংলাদেশে কমলো এলপিজির দাম
2022-01-03 18:27:26

ঢাকা, জানুয়ারি ৩: বাংলাদেশে রান্নার কাজে ব্যবহার করা হয় এমন তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম কমিয়েছে জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। আগের বছরের তুলনায় নতুন বছরে ৪ শতাংশ পর্যন্ত দাম কমালো বিইআরসি।

সোমবার বিইআরসির মাসিক মূল্য নির্ধারণের ঘোষণায় এ দাম কমানোর কথা বলা হয়। ঘোষণায় বলা হয়, জানুয়ারি মাসে প্রতিকেজি এলপিজির সর্বোচ্চ খুচরা মূল্য হবে ৯৮ টাকা ১৭ পয়সা। ডিসেম্বরে একই পরিমাণ এলপিজির দাম ছিলো ১০২ টাকা ৩২ পয়সা। ফলে প্রতি কেজি এলপিজির দাম কমেছে ৪ টাকা ১৫ পয়সা।

১২ কেজির এলপিজি সিলিন্ডারের নতুন দাম ১১৭৮ টাকা। গেল ডিসেম্বর মাসে একই পরিমাণ এরপিজি’র দাম ছিলো ১২২৮ টাকা।

সোমবার সন্ধ্যা ৬টা থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন।

সাজিদ রাজু