নতুন উন্নয়নের চেতনায় গোটা সমাজের উন্নয়ন বাস্তবায়ন করা
2022-01-03 17:06:42

জানুয়ারি ৩: ২০২১ সালে চীন সার্বিকভাবে সমাজতান্ত্রিক আধুনিক দেশ নির্মাণের নতুন যাত্রা শুরু করেছে। চলতি বছর চীনের চতুর্দশ পাঁচসালা পরিকল্পনার প্রথম বছর।

চীনের চতুর্দশ পাঁচসালা পরিকল্পনায় বলা হয়েছিল, উচ্চ মানের উন্নয়নকে কেন্দ্র করে উচ্চ মানের জীবন সম্বন্ধে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে, উচ্চ মানের উন্নয়নের সঙ্গে যৌথভাবে ধনী হওয়া জোরদার করতে হবে।

এমন প্রেক্ষাপটে বিভিন্ন খাতে চীনের মাইলফলকের অগ্রগতি অর্জিত হয়েছে। যেমন, ২০২১ সালের ২৫ জুন, চার শতাধিক কিলোমিটার দৈর্ঘ্যের তিব্বতের প্রথম বৈদ্যুতিক রেলপথ ‘লালিন রেলপথ’ আনুষ্ঠানিকভাবে চালু হয়। লাসা শহর থেকে লিনচি শহরে যেতে এখন মাত্র সাড়ে তিন ঘণ্টা সময় লাগে। চালু হওয়ার ছয় মাসে ৬ লাখেরও বেশি যাত্রী পরিবহন করেছে রেলপথটি। এর সঙ্গে স্থানীয় পর্যটন, কর্মসংস্থান ও শিল্পের দ্রুত উন্নয়নও বাস্তবায়িত হয়েছে।

এ বছর চীনের উদ্ভাবনী শক্তি জোরদার করা হচ্ছে, সমন্বিত উন্নয়ন ফলপ্রসূ হয়েছে; উন্মুক্তকরণের চেতনা আরও গভীর হয়েছে।

(শুয়েই/তৌহিদ/লিলি)