মার্কিন গণতন্ত্র নিয়ে মার্কিনীদের অহংকার ব্যাপকভাবে কমে গেছে
2022-01-03 16:32:31

জানুয়ারি ৩: গতকাল (রোববার) যুক্তরাষ্ট্রের ‘ওয়াশিংটন পোস্ট’ পত্রিকার প্রকাশিত এক জনমত জরিপ থেকে দেখা যায়, মার্কিন ধাঁচের গণতন্ত্র নিয়ে মার্কিনীদের অহংকার ব্যাপকভাবে কমে গেছে। ২০০২ সালের ৯০ শতাংশ থেকে কমে বর্তমানে তা ৫৪ শতাংশে দাঁড়িয়েছে। কলম্বিয়া ব্রডকাস্টিং সিস্টেম বা সিবিএসের প্রকাশিত আরেকটি জনমত জরিপে দেখা যায়, প্রায় তিন ভাগের দুই ভাগ মার্কিনী মনে করেন, গত বছরের ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেসের ওপর হামলা হলো দেশটির রাজনৈতিক সহিংসতা বৃদ্ধির লক্ষণ এবং যা মার্কিন গণতন্ত্রের জন্য হুমকি সৃষ্টি করেছে।

 

তবে এ দুটি জরিপে অনেক মার্কিনী মনে করেন, মাঝেমাঝে রাজনৈতিক সহিংসতা যুক্তিযুক্ত। সিবিএসের জনমত জরিপে বলা হয়, ২৮ শতাংশ উত্তরদাতা মনে করেন, নির্বাচনের সুফল রক্ষায় বল প্রয়োগ করা যায়। ওয়াশিংটন পোস্টের জরিপ দেখা যায়, ৩৪ শতাংশ উত্তরদাতা মনে করেন, মাঝেমাঝে সরকারের ওপর বলপ্রয়োগ সঠিক কাজ। এই হার ক্রমশ বাড়ছে।

(লিলি/তৌহিদ/শুয়েই)