চীনের উন্নয়নের নতুন ধারণা যা দেখে বোঝা যায়
2022-01-03 18:58:04

জানুয়ারি ৩: ২০২১ সাল হল, চীনের সার্বিক গণতান্ত্রিক আধুনিক দেশ নির্মাণের নতুন যাত্রা শুরুর প্রথম বছর। চীন উন্নয়নের নতুন পর্যায়ে প্রবেশ করেছে। সিএমজি’র একটি প্রামাণ্যচিত্র থেকে চীনের উন্নয়নের ধারণা উপলব্ধি করা যায়।

প্রথমত, উদ্ভাবন। চীনের চতুর্দশ পাঁচসালা পরিকল্পনায় বলা হয়েছে, উদ্ভাবনকে আধুনিক চীন নির্মাণের কেন্দ্রীয় স্থানে রাখতে হবে। ২০২১ সালের মার্চ মাসে, ফু চিয়ান প্রদেশের এক প্রতিষ্ঠান পরিদর্শনকালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছিলেন, চীনের উন্নতি করতে চাইলে উদ্ভাবনের ওপর নির্ভর করতে হবে।

দ্বিতীয়ত, সবুজ উন্নয়ন। জলবায়ু পরিবর্তন হলো গোটা মানবজাতির অভিন্ন চ্যালেঞ্জ। ২০২১ সালে চীনের বনভূমির আয়তন ২৩ শতাংশ ছাড়িয়েছে।

তৃতীয়ত, মানুষ ও প্রকৃতির সুষম অবস্থানের আধুনিকায়ন বাস্তবায়ন করা। চীন অব্যাহতভাবে প্রাকৃতিক সভ্যতা নির্মাণ জোরদার করবে, সার্বিক সবুজায়ন রূপান্তর করবে এবং যৌথভাবে পৃথিবীর জীবনের অভিন্ন কমিউনিটি গড়ে তুলবে।

(শুয়েই/তৌহিদ/লিলি)