ঘন ঘন সহিংসতায় ২০২১ সালে সবচেয়ে ক্ষতিগ্রস্ত শিকাগো
2022-01-02 16:28:16

জানুয়ারি ২: যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম শহর শিকাগোতে ২০২১ সালে অনেকগুলো সহিংসতার ঘটনা ঘটেছে। গত বছর সেখানে ২৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটেছে।

শিকাগোর পুলিশ স্টেশন গতকাল (শনিবার) প্রকাশিত পরিসংখ্যানে জানায়, ২০২১ সালে এই শহরে ৭৯৭টি হত্যা মামলা হয়। যা ২০২০ সালের চেয়ে ২৫টি এবং ২০১৯ সালের চেয়ে ২৯৯টি বেশি এবং ১৯৯৬ সালের পর সর্বোচ্চ। ২০২১ সালে এই শহরে মোট ৩৫৬১টি গোলাগুলির ঘটনা ঘটেছে। যা ২০২০ সালের চেয়ে ৩০০টিও বেশি এবং ২০১৯ সালের চেয়ে ১৪১৫টি বেশি।

বার্তা সংস্থা এপি জানায়, ২০২১ সালে যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি শহরে হত্যাকাণ্ডের মামলা কিছুটা বাড়লেও শিকাগোতে মামলার পরিমাণ সবচে বেশি।

মার্কিন অলাভজনক সংস্থা ‘গান ভায়োলেন্স আর্কাইভসের’ ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ২০২১ সালে বন্দুকের সহিংসতায় প্রায় ৪৫ হাজার মানুষ মারা গেছে। যার মধ্যে ২০ হাজারেরও বেশি লোক অন্যদের হাতে মারা গেছে। একই সময়ে ৪০ হাজার মানুষ বন্দুকের গুলিতে আহত হয়েছে। (লিলি/তৌহিদ/শুয়েই)