চীন-উজবেকিস্তান কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩০তম বার্ষিকীতে দু’দেশের প্রেসিডেন্টের অভিনন্দন
2022-01-02 16:22:27

জানুয়ারি ২: কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩০তম বার্ষিকীতে আজ (রোববার) চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিওয়েভ পরস্পরকে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন।

 

বার্তায় সি চিন পিং উল্লেখ করেন, কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৩০ বছরে, চীন ও উজবেকিস্তানের সহাবস্থান ও সহযোগিতা ‘উভয় কল্যাণের’ আন্তর্জাতিক সম্পর্কের দৃষ্টান্ত তৈরি করেছে। বিশেষ করে দু’দেশ সংস্কার ও উন্মুক্তকরণের প্রক্রিয়ায় পরস্পর থেকে শিখেছে, কোভিড-১৯ মহামারি প্রতিরোধের ক্ষেত্রে পরস্পরকে সমর্থন দিয়েছে। দু’দেশ পরস্পরের সার্বিক কৌশলগত অংশীদার।

সি চিন পিং জোর দিয়ে বলেন, তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের ওপর অনেক গুরুত্ব দেন। তিনি প্রেসিডেন্ট মির্জিওয়েভের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৩০ বছরের সুযোগ কাজে লাগিয়ে, যৌথভাবে দু’দেশের সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্কের নতুন অধ্যায় সৃষ্টি করতে চান। তিনি দু’দেশ ও দু’দেশের জনগণের কল্যাণ সৃষ্টি করতে আগ্রহী।

মির্জিওয়েভ বলেন, তাঁর দেশ চীনের সঙ্গে ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগে সহযোগিতা বাড়াতে, দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দু’দেশের সার্বিক সহযোগিতার ইতিহাস নতুন পর্যায়ে উন্নীত করতে ইচ্ছুক।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)