গোলান হাইটসে পর্যবেক্ষকের কার্যমেয়াদ ৬ মাস বৃদ্ধি
2021-12-22 17:26:32

গোলান হাইটসে পর্যবেক্ষকের কার্যমেয়াদ ৬ মাস বৃদ্ধি_fororder_1222-1

ডিসেম্বর ২২: জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গতকাল (মঙ্গলবার) ২৬১৩ নম্বর প্রস্তাব গৃহীত হয়েছে। প্রস্তাব অনুযায়ী গোলান হাইটসে ইসরাইল ও সিরিয়া বাহিনীর ‘যুদ্ধবিরতি পর্যবেক্ষক দলের’ কার্যমেয়াদ ৬ মাস বাড়িয়ে আগামী ৩০ জুন পর্যন্ত করা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী ইসরাইল ও সিরিয়ার উচিত সার্বিকভাবে ১৯৭৪ সালে ‘বাহিনীর বিচ্ছেদ চুক্তি’ মেনে নিয়ে সর্বোচ্চ সংযম বজায় রাখা ও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন না করা। প্রস্তাবে আরও বলা হয়, জাতিসংঘের পর্যবেক্ষক দল ছাড়া অন্য সংস্থাগুলোকে পর্যবেক্ষক ফাঁড়ি ছেড়ে যাওয়া এবং পর্যবেক্ষক দলের গাড়ি, অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম ফেরত দেওয়ার দাবি জানানো হয়।

উল্লেখ্য, ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে ইসরাইল গোলান হাইটসের আংশিক জায়গা দখল করে নেয় এবং ১৯৮১ সালে এ অঞ্চলকে নিজের অংশ বলে দাবি করে। কিন্তু এ দাবি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ স্বীকার করে না।

(স্বর্ণা/তৌহিদ/ছাই)