আফগান রেড ক্রিসেন্ট সোসাইটিকে ত্রাণসামগ্রী দিয়েছে চীনের রেডক্রস সোসাইটি
2021-12-22 14:37:52

ডিসেম্বর ২২: গতকাল (মঙ্গলবার) চীনের রেডক্রস সোসাইটি আফগান রেড ক্রিসেন্ট সোসাইটিকে জরুরি ত্রাণ-সামগ্রী হস্তান্তর করে। এ উপলক্ষ্যে আফগান রেড ক্রিসেন্ট সোসাইটির সদর দফতরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশটিতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ওয়াং ইয়ু এবং আফগান রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত বলেন, এবারের ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে চিকিত্সা-সামগ্রী, শিক্ষাসামগ্রীসহ বেশকিছু সামগ্রী। এ ত্রাণ হচ্ছে আফগান জনগণের সাথে চীনা জনগণের গভীর মৈত্রীর প্রতিফলন।

তিনি আরও বলেন, দু’দেশের মৈত্রী সুদীর্ঘকালের। যখন দেশটির জনগণ গুরুতর দুর্যোগে পড়েন, চীন তখনই যথাসাধ্য সমর্থন ও সাহায্য দেয়।

এসময় আফগান রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান চীনকে ধন্যবাদ জানিয়ে বলেন, মহান প্রতিবেশী দেশ থেকে পাওয়া এ সব মূল্যবান সামগ্রী আফগান জনগণের কষ্ট প্রশমিত করবে। চীন সবসময় আফগানিস্তানের শ্রেষ্ঠ প্রতিবেশী। দু’দেশ বাণিজ্যিক লেনদেন আরও বাড়াবে বলেও তিনি আশা করেন। (প্রেমা/আলিম/শুয়েই)