চীনের টেকসই উন্নয়নসংক্রান্ত পর্যালোচনা-প্রতিবেদন প্রকাশিত
2021-12-22 11:17:20

ডিসেম্বর ২২: গতকাল (মঙ্গলবার) চীনের টেকসই উন্নয়নের পর্যালোচনা-প্রতিবেদন বেইজিংয়ে প্রকাশিত হয়। চীনের টেকসই উন্নয়ন ধাপে ধাপে অর্জিত হয়েছে। পাঁচটি খাতকে কেন্দ্র করে চীনের টেকসই উন্নয়ন প্রক্রিয়াকে আরও সামনে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে প্রতিবেদনে।

প্রতিবেদনে ২০১৯ সালে চীনের টেকসই উন্নয়নের অবস্থার বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে বলা হয়েছে, ২০১৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত চীনের টেকসই উন্নয়ন ধাপে ধাপে উন্নীত হয়, অর্থনৈতিক শক্তি দ্রুত বাড়ে, গণজীবিকারর ক্ষেত্রেও ব্যাপক উন্নতি হয়েছে, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে সাফল্য অর্জিত হয়।

এ সম্পর্কে মার্কিন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের টেকসই উন্নয়ন বিভাগের অধ্যাপক শি থিয়ান চিয়ে বলেন, চীনের টেকসই উন্নয়নের সাফল্য কেবল অর্থনীতির দৃষ্টিকোণ থেকে দেখলে হবে না, একে সামাজিক ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকেও দেখতে হবে।

তিনি আরও বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় চীনের ব্লগারদের ভিডিও দেখি। এর মাধ্যমে চীনের দূরবর্তী এলাকার জনগণের জীবন সম্পর্কে ধারণা মিলে। তাদের সহজ ও সরল জীবন মনে অনেক প্রত্যাশা জাগায়। চীনে স্নাতক ডিগ্রিধারীদের অনেকেই গ্রামাঞ্চলে ফিরে যাচ্ছেন এবং স্থানীয় পর্যটন শিল্প ও আধুনিক কৃষিকাজে অংশ নিচ্ছেন” ।(সুবর্ণা/আলিম/শুয়ে ফেই ফেই)