জার্মান চ্যান্সেলরের সঙ্গে সি চিন পিং-এর ফোনালাপ
2021-12-22 14:25:26

ডিসেম্বর ২২: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় জার্মান চ্যান্সেলর ওলাফ সলজের সঙ্গে ফোনালাপ করেন।

ফোনালাপে সি চিন পিং বলেন, চীন দু’দেশের সম্পর্কের ওপর অনেক গুরুত্ব দেয়। আগামী বছর চীন-জার্মান সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী। দু’দেশের উচিত দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন উন্নয়ন বাস্তবায়নের জন্য চেষ্টা করা।

সি বলেন, চীন ও জার্মানির সম্পর্কের সুষ্ঠু উন্নয়ন শুধু দু’দেশ ও দু’দেশের জন্য অনুকূল নয়, বরং বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার জন্য সহায়ক। বাস্তবভিত্তিক মনোভাব নিয়ে দ্বিপক্ষীয় পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতা ত্বরান্বিত করতে হবে।

তিনি বলেন, চীন টানা ৫ বছর ধরে জার্মানির বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। দু’দেশের উচিত সক্রিয়ভাবে নতুন জ্বালানি, সবুজ ও ডিজিটাল অর্থনীতিসহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণ করা।

সি চিন পিং আরও বলেন, হাতে হাত রেখে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে ও বিশ্বের পরিচালনাব্যবস্থায় নতুন নতুন অবদান রাখতে হবে। মনে রাখতে হবে, চীন ও ইউরোপ বিশ্বের দু’টি বড় স্বাধীন শক্তি। দু’পক্ষের মধ্যে ব্যাপক কৌশলগত সমঝোতা ও অভিন্ন স্বার্থ রয়েছে। জার্মানি চীন-ইউরোপ স্থিতিশীল সম্পর্ক উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে বেইজিং আশা করে।

এসময় দু’নেতা নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেন। (শুয়েই/আলিম/লিলি)