‘হংকং অপূর্ব গণতান্ত্রিক অধিকার উপভোগকারী’ অঞ্চল: ইইউতে চীনা প্রতিনিধি
2021-12-22 17:25:13

‘হংকং অপূর্ব গণতান্ত্রিক অধিকার উপভোগকারী’ অঞ্চল: ইইউতে চীনা প্রতিনিধি_fororder_1222-3

ডিসেম্বর ২২: ইইউতে চীনা প্রতিনিধি দলের মুখপাত্র গতকাল (সোমবার) জানান, চীনের হংকং ইস্যুতে দেশের অভ্যন্তরীণ ব্যাপারে বিদেশি হস্তক্ষেপ অগ্রহণযোগ্য। মূলভূভাগের কোলে ফিরে আসার পর হংকংবাসীরা অপূর্ব গণতান্ত্রিক অধিকার ও ব্যাপক স্বাধীনতা উপভোগ করেছে।

ইইউ’র কূটনৈতিক ও নিরাপত্তানীতি-বিষয়ক ঊর্ধ্বতন প্রতিনিধি জোসেপ বোরেল ফন্টেলে গত সোমবার প্রকাশিত বিবৃতিতে বলেন, হংকংয়ের আইন প্রণয়ন কমিটির নির্বাচন ‘গণতান্ত্রিক নীতি ও রাজনীতির বৈচিত্র্য লংঘনের’ জন্য দুঃখ প্রকাশ করেন। এর জবাব দিয়েছে চীনা প্রতিনিধিদল।

চীনা মুখপাত্র বলেন, হংকংয়ের সপ্তম আইন পরিষদের নির্বাচন আইনানুগ বিষয়। এ নির্বাচন হংকংয়ের নতুন নির্বাচন ব্যবস্থার সফল চর্চা। নির্বাচন প্রক্রিয়া নিরপেক্ষ, ন্যায়সঙ্গত, স্বচ্ছ, নিরাপদ ছিল। ভোটদানকারীদের গণতান্ত্রিক অধিকার সুরক্ষা করা হয়েছে। ইইউ চীনের স্থানীয় নির্বাচনে হস্তক্ষেপ করেছে। চীন এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

(স্বর্ণা/তৌহিদ/ছাই)