সপ্তম চীন-জাপান শিল্পপতি ও সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা পর্যায়ের সংলাপ অনুষ্ঠিত
2021-12-22 14:25:52

ডিসেম্বর ২২: সপ্তম চীন-জাপান শিল্পপতি ও সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা পর্যায়ের সংলাপ গতকাল (মঙ্গলবার) অনলাইনে অনুষ্ঠিত হয়। দু’দেশের ৪০ জনেরও বেশি প্রতিনিধি এতে অংশগ্রহণ করেন এবং অর্থনীতিতে কোভিড-১৯ মহামারী নেতিবাচক প্রভাব ও আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

সংলাপে অংশগ্রহণকারীরা মনে করেন, মহামারি-পরবর্তী যুগে দ্বিপক্ষীয় সহযোগিতা ও বিনিময় ত্বরান্বিত করা উচিত, যাতে দু’দেশের সম্পর্কের উন্নয়নে নতুন শক্তি যোগানো যায়।

সংলাপশেষে চীন আন্তর্জাতিক অর্থনীতি বিনিময়কেন্দ্র এবং জাপানের অর্থনীতি সংস্থার কমিশন এক যৌথ ঘোষণা প্রকাশ করে। ঘোষণায় পরবর্তী ৫০ বছরে নতুন যুগের গঠনমূলক ও স্থিতিশীল চীন-জাপান সম্পর্ক গড়ে তোলায় নতুন অবদান রাখার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত, চীন ও জাপানের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ৩৩৯৮০ কোটি মার্কিন ডলার, যা আগের বছরের তুলনায় ১৮.৯ শতাংশ বেশি। আর অক্টোবর মাস পর্যন্ত, চীনে পুঁজি বিনিয়োগকারী জাপানি প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫৪ হাজারটি।  (শুয়েই/আলিম/লিলি)