চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে তাগিদ দিল বেইজিং
2021-12-22 14:42:27

ডিসেম্বর ২২: যুক্তরাষ্ট্রকে আবারও চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বন্ধ করার তাগিদ দিয়েছে বেইজিং। ওয়াশিংটনের তথাকথিত ‘তিব্বতবিষয়ক বিশেষ সমন্বয়কারী’ নিয়োগ দেওয়া সম্পর্কে গতকাল (মঙ্গলবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে এ তাগিদ দেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে আসছে, যা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। যুক্তরাষ্ট্রকে মনে রাখতে হবে যে, তিব্বত চীনের একটি অংশ এবং তথাকথিত ‘স্বাধীন তিব্বত’ ধারণার পক্ষে কিছু করার অধিকার যুক্তরাষ্ট্রের নেই।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র মানবাধিকারের অজুহাতে অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে আসছে, যা বন্ধ করা উচিত। দেশটির বরং উচিত, নিজের গুরুতর জাতিগত ও মানবাধিকার সমস্যা আগে সমাধান করা। (প্রেমা/আলিম/শুয়েই)