কে হংকংয়ের গণতন্ত্রকে ধ্বংস করছে?: সিএমজি সম্পাদকীয়
2021-12-21 10:02:04

কে হংকংয়ের গণতন্ত্রকে ধ্বংস করছে?: সিএমজি সম্পাদকীয়_fororder_hk

ডিসেম্বর ২১: যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা, ও অস্ট্রেলিয়ার নবগঠিত ‘ফাইভ আইজ অ্যালায়েন্স’ গতকাল (সোমবার) পররাষ্ট্রমন্ত্রী পর্যায় থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে হংকংয়ের গণতন্ত্রের সমালোচনা করেছে। এতে চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের সদ্যসমাপ্ত সপ্তম আইন প্রণয়ন কমিশনের নির্বাচনের সমালোচনা করা হয়। বিবৃতিতে বলা হয়, এই নির্বাচন ‘হংকংয়ের অধিকার, স্বাধীনতাকে দুর্বল করেছে’।

বলা বাহুল্য, এই বিবৃতি ‘গণতন্ত্র’ ও মানবাধিকারের অজুহাতে এসব দেশের আরেকটি রাজনৈতিক চাল। বাস্তবতা হচ্ছে, এটা মিথ্যা বৈ আর কিছু নয়।

এবারের নির্বাচন ছিল হংকংয়ের নির্বাচনব্যবস্থা পুর্ণাঙ্গ করার পর আইন প্রণয়ন কমিশনের প্রথম নির্বাচন। এবার নির্বাচনের আগে কমিশনের আসনের সংখ্যা বাড়ানো হয়েছে; বিভিন্ন আসন নির্ধারণ করার পদ্ধতিও সুসংহত করা হয়েছে। আর এর লক্ষ্য হচ্ছে কার্যকরভাবে হংকংয়ের বিভিন্ন মহলের স্বার্থকে রক্ষা করা। নির্বাচনের প্রার্থীরা হংকংয়ের বিভিন্ন মহল, বিভিন্ন পেশা এবং বিভিন্ন বয়স গ্রুপ থেকে এসেছেন। প্রার্থীরা হংকংবাসীর প্রকৃত অর্থেই প্রতিনিধিত্ব করেন।

হাস্যকর বিষয় হল, ‘ফাইভ আইজ অ্যালায়েন্স’-এর বিবৃতিতে আবারও চীনকে ‘চীন-ব্রিটেন যৌথ ঘোষণা’ মেনে চলার আহ্বান জানানো হয়েছে। এই সম্বন্ধে চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্যকার্যালয় সোমবার ‘এক দেশ দুই ব্যবস্থায় হংকংয়ের গণতন্ত্রের উন্নয়ন’ শীর্ষক শ্বেতপত্রে স্পষ্টভাবে উল্লেখ করেছে যে, ‘চীন-ব্রিটেন যৌথ ঘোষণা’র উদ্দেশ্য ছিল ব্রিটেনের নিয়ন্ত্রণ থেকে  হংকংকে মুক্ত করে চীনের কাছে ফিরিয়ে দেওয়া। চীনের মূল ভূভাগের অধীনে ফিরে আসার পর হংকং কীভাবে পরিচালিত হবে, তা চীন-ব্রিটেন যৌথ ঘোষণার বিষয় নয়।

বস্তুত, হংকংয়ের গণতন্ত্রের ভবিষ্যৎখুবই উজ্জ্বল। একে ধ্বংস করার বা এর অগ্রযাত্রা রুখে দেওয়ার ক্ষমতা কোনো বাইরের শক্তির নেই। (শুয়েই/আলিম/লিলি)