‘সুরক্ষা অ্যাপ হালনাগাদের পর করোনার বুস্টার ডোজ’
2021-12-21 19:16:57

‘সুরক্ষা অ্যাপ হালনাগাদের পর করোনার বুস্টার ডোজ’_fororder_33333333333333

ঢাকা, ডিসেম্বর ২১: চলতি মাসের শেষদিকেই সুরক্ষা অ্যাপ হালনাগাদের পর বাংলাদেশে করোনা টিকার বুস্টার ডোজ দেয়া শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার সচিবালয়ে এক সভার শুরুতে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

সুরক্ষা অ্যাপ আপডেট করতে আইসিটি মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, ‘বাংলাদেশ কোভিড নিয়ন্ত্রণে সফলতার উদাহরণ হয়েছে।’এখন যে সংক্রমণ কমে গেছে তা ধরে রাখতে হবে বলেও মন্তব্য করেন তিনি। 

করোনার নতুন ধরন ওমিক্রনসহ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে পর্যটন স্পট, রাজনৈতিক সমাবেশে স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পরার জন্য সবাইকে আহ্বান জানান জাহিদ মালেক।

শান্তা/ সাজিদ