‘শীত বেড়ে যাওয়ার সম্ভাবনা আপাতত নেই’
2021-12-21 19:18:59

‘শীত বেড়ে যাওয়ার সম্ভাবনা আপাতত নেই’_fororder_5555555555555

ঢাকা, ডিসেম্বর ২১: চলতি মাসে বাংলাদেশের তাপমাত্রা আর কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সে হিসেবে সংস্থাটির ধারণা আগামী কয়েকদিন শীত বাড়ছে না। 

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম গণমাধ্যমকে বলেন, ‘বর্তমানে আবহাওয়ার পরিস্থিতি ভালো রয়েছে। তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখি। মঙ্গলবার রাজধানী ঢাকাতে  তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেঁতুলিয়াতে ৮.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।‘ 

তিনি জানান, “পঞ্চগড়, কুড়িগ্রাম, যশোর ও চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহ বিরাজ করছে। আপাতত বাংলাদেশের এই চার জেলায় শৈত্যপ্রবাহ থাকবে”।

অভি/ সাজিদ