খাদ্য-নিরাপত্তা নিশ্চিত করতে কালো জমি রক্ষায় নতুন আইন হবে চীনে
2021-12-21 10:06:40

ডিসেম্বর ২১: খাদ্য-নিরাপত্তা নিশ্চিত করতে বিরল কালো জমি রক্ষায় চীনে নতুন আইন প্রণীত হবে। চীনের জাতীয় গণকংগ্রেসের কৃষি ও গ্রাম কমিশনের উপ-মহাপরিচালক ওয়াং সিয়ান খুই সম্প্রতি জাতীয় গণকংগ্রেসের এক অধিবেশনে এ তথ্য জানান।

তিনি বলেন, চীনের উত্তর-পূর্বাঞ্চলের কালো জমি এলাকা হল দেশের গুরুত্বপূর্ণ খাদ্য-উত্পাদন অঞ্চল। সেখানে দেশের মোট খাদ্যশস্যের চার ভাগের এক ভাগ উত্পন্ন হয়।

তিনি আরও বলেন, দেশের খাদ্য-নিরাপত্তা নিশ্চিত করা, কালো জমি রক্ষা করা, এবং এ জমি ব্যবহারের মধ্যে সুসমন্বয় থাকা উচিত।

উল্লেখ্য, কালো রংয়ের জমিকে ‘পান্ডার মতো বিরল সম্পদ’ হিসেবে গণ্য করা হয়।  (শুয়েই/আলিম/লিলি)