সিরিয়ার সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতার প্রতি পূর্ণ সম্মান রেখে মানুষকে উদ্ধার করতে হবে: বেইজিং
2021-12-21 19:14:24

সিরিয়ার সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতার প্রতি পূর্ণ সম্মান রেখে মানুষকে উদ্ধার করতে হবে: বেইজিং_fororder_微信图片_20211221191359

ডিসেম্বর ২১: সিরিয়ার সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতাকে পূর্ণ সম্মান করে মানুষকে উদ্ধার করতে হবে। জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি তাই বিং গতকাল (মঙ্গলবার) নিরাপত্তা পরিষদের মানবাধিকার বিষয়ক প্রকাশ্য সম্মেলনে এ কথা বলেছেন।

সিরিয়ার সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতার প্রতি পূর্ণ সম্মান রেখে মানুষকে উদ্ধার করতে হবে: বেইজিং_fororder_微信图片_20211221191403

তাই বিং বলেন, ১০ বছর পর সিরিয়ায় অর্থনীতি ও মানুষের বিরুদ্ধে সংঘর্ষ শুরু হয়। চীন আন্তর্জাতিক সমাজ ও জাতিসংঘের জরুরি মানব উদ্ধার নীতির ভিত্তিতে সিরিয়ায় সহায়তা জোরদার করার অনুরোধ জানায়। তবে সিরিয়ায় যে কোনও মানব উদ্ধারকাজে সেদেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতাকে সম্মান করতে হবে।

তিনি বলেন, সার্বিক পুনরুদ্ধার ও জীবিকা প্রকল্পে সমর্থন দিতে হবে। জাতিসংঘ ও তার অংশীদার দেশগুলোকে বিভিন্ন খাতে সিরিয়াকে সাহায্য করতে হবে। চীন সিরিয়ার জনগণকে স্বাবলম্বী হতে ও সিরিয়ায় মানবিক চাহিদা পূরণে সহায়তা দেবে।

(ছাই/তৌহিদ/স্বর্ণা)