‘আন্তর্জাতিক যুব উন্নয়ন সূচক প্রতিবেদন ২০২১’ প্রকাশিত
2021-12-21 19:09:37

‘আন্তর্জাতিক যুব উন্নয়ন সূচক প্রতিবেদন ২০২১’ প্রকাশিত_fororder_微信图片_20211221190921

ডিসেম্বর ২১: চীন সম্প্রতি ‘আন্তর্জাতিক যুব উন্নয়ন সূচক প্রতিবেদন ২০২১’ প্রকাশ করেছে। প্রতিবেদনে বিভিন্ন দেশের যুবকদের উন্নয়নের অবস্থা, বৈশিষ্ট্য, প্রবণতা ও সমস্যা বর্ণনা করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, বিভিন্ন দেশের যুবকদের উন্নয়নের অবস্থা স্থানীয় অর্থনীতি ও সমাজ উন্নয়নের মানদণ্ডের সমান। সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন দেশের যুবকদের মান অনেক উন্নত হয়েছে।

‘আন্তর্জাতিক যুব উন্নয়ন সূচক প্রতিবেদন ২০২১’ প্রকাশিত_fororder_微信图片_20211221190850

প্রতিবেদনে বিভিন্ন দেশের যুবকদের শিক্ষা, স্বাস্থ্য, বিয়ে ‌ও কর্মসংস্থান, উদ্যোক্তা, সামাজিক সংহতি ও সামাজিক অংশগ্রহণের অধিকার ও স্বার্থ রক্ষার উপর ভিত্তি করে ৮৫টি দেশের পরিস্থিতি পর্যালোচনা করা হয়। প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন দেশের যুবকদের উন্নয়নের মান পর্যালোচনার জন্য ৪টি এশিয়ান দেশ, ৫টি ইউরোপীয় দেশ এবং ১টি প্রশান্ত মহাসাগরীয় দেশ বাছাই করা হয়।

(ছাই/তৌহিদ/স্বর্ণা)