মহামারী ও অর্থনীতি নিয়ে ট্রাম্পের চীন-বিরোধী মন্তব্য ভিত্তিহীন: মুখপাত্র
2021-12-21 10:33:58

ডিসেম্বর ২১: মহামারী ও অর্থনীতি নিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি যে চীন-বিরোধী মন্তব্য করেছেন, তার কোনো ভিত্তি নেই। যুক্তরাষ্ট্রে মহামারী নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে মূলত তাঁর নেতিবাচক দৃষ্টিভঙ্গি ও সিদ্ধান্তের কারণে। এক্ষেত্রে তিনি তাঁর দায় এড়াতে পারেন না। গতকাল (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ সব কথা বলেন।

চীনা মুখপাত্র বলেন, ট্রাম্পের শাসনামলে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৪০ লাখ ও মহামারীতে মৃতের সংখ্যা ৪ লাখ ১০ হাজার ছাড়িয়ে যায়। এসময় মার্কিন জনগণের জীবন ও স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়নি, গুরুত্ব দেওয়া হয়েছিল ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থকে। এর দায় তিনি অস্বীকার করতে পারেন না।

মুখপাত্র আরও বলেন, চীন-মার্কিন সহযোগিতায় দু’দেশের জনগণই উপকৃত হয়েছে ও হচ্ছে। এখন যুক্তরাষ্ট্রই বরং, বাস্তবতা উপেক্ষা করে, অন্যায়ভাবে চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলোকে দমনের চেষ্টা করছে, যা বাজার অর্থনীতি ও আন্তর্জাতিক আর্থ-বাণিজ্যিক নিয়মের পরিপন্থি।

উল্লেখ্য, সম্প্রতি মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, চীনের উচিত কোভিড-১৯ মহামারীর জন্য বিশ্বকে ৬০ ট্রিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়া। তিনি আরও বলেন, মার্কিন অর্থনীতিকে বহু বছর ধরেই চীন শোষণ করে আসছে।    (সুবর্ণা/আলিম/শুয়ে ফেই ফেই)