চীনের বীজভাণ্ডারে ১৫ লক্ষাধিক নমুনা
2021-12-20 14:17:11

ডিসেম্বর ২০: চীনের বীজভাণ্ডারে সংরক্ষিত নমুনার সংখ্যা ৪ লাখ থেকে বেড়ে ১৫ লাখে দাঁড়িয়েছে। এ ক্ষেত্রে চীনের অবস্থান বিশ্বে শীর্ষে।

চলতি বছর চীন সরকার ‘বীজ পুনরুজ্জীবন কার্যক্রম’ চালু করে। এ কার্যক্রমের আওতায়, চীনের খাদ্যশস্যের নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ কৃষিজাত পণ্যের কার্যকর সরবরাহ নিশ্চিত করতে, বীজ সংগ্রহ ও সংরক্ষণের ওপর আরও বেশি গুরুত্ব দেওয়া হয়।

বর্তমানে চীনের ৫২টি কৃষিজেলা ও ১০০টি সেরা বীজ প্রজনন ঘাঁটিতে গবেষণাকাজও চলছে। তা ছাড়া, চীন সরকার নতুন দফায় ‘পশুপাখির উন্নয়ন পরিকল্পনা’-ও গ্রহণ করেছে। (সুবর্ণা/আলিম/লাবন্য)