হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের সপ্তম আইন প্রণয়ন কমিটির নির্বাচন শেষ, হংকংয়ের গণতান্ত্রিক উন্নয়নের শ্বেতপত্র’ প্রকাশিত
2021-12-20 15:35:10

 

ডিসেম্বর ২০: হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের সপ্তম আইন প্রণয়ন কমিটি নির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠুভাবে শেষ হয়েছে। সোমবার রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ের মুখপাত্র জানান ‘এক দেশ, দুই ব্যবস্থার’ অধীনে হংকংয়ের গণতান্ত্রিক উন্নয়ন শ্বেতপত্র প্রকাশিত হয়েছে। এটি জনগণকে সার্বিক ও সঠিকভাবে এবারের আইন প্রণয়ন কমিটি নির্বাচনের বিষয়টি জানিয়েছে। এদিন রাষ্ট্রীয় পরিষদের হংকং ও ম্যাকাও-বিষয়ক কার্যালয়ের মুখপাত্র একথা জানান।

তিনি বলেন, শ্বেতপত্রে বিস্তারিতভাবে হংকংয়ের গণতন্ত্রের উন্নয়ন প্রক্রিয়া পর্যালোচনা করা হয়। এতে হংকংয়ের উন্নয়নে কেন্দ্রীয় সরকারের সমর্থন ও হংকংয়ের নিজের অবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থা ও অবস্থান তুলে ধরা হয়েছে।

শ্বেতপত্রে বলা হয়, চীনের সংবিধান ও হংকংয়ের মৌলিক আইনের ভিত্তিতে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে উঠেছে। হংকংয়ের গণতন্ত্র এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ প্রচেষ্টা চালিয়েছে কেন্দ্রীয় সরকার।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)