‘হংকংয়ের গণতান্ত্রিক উন্নয়নের শ্বেতপত্রে’ ভালো মন্দ জানা যায়: সিআরআই সম্পাদকীয়
2021-12-20 18:59:21

 

ডিসেম্বর ২০: হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের সপ্তম আইন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সোমবার রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ের মুখপাত্র জানান- ‘এক দেশ, দুই ব্যবস্থার’ অধীনে হংকংয়ের গণতান্ত্রিক উন্নয়নের শ্বেতপত্র প্রকাশিত হয়েছে। এটি জনগণকে সার্বিক ও সঠিকভাবে আইন প্রণয়ন কমিটি নির্বাচনের বিষয়টি জানিয়েছে। শ্বেতপত্রে হংকংয়ের গণতন্ত্রের জন্য ভালো ও মন্দ দিক প্রকাশিত হয়েছে। চীন আন্তর্জাতিক বেতারের সম্পাদকীয়তে বলা হয়, এই শ্বেতপত্র ভালো ও মন্দের চরিত্র উন্মোচন করেছে।

 

ইতিহাসে দেখা যায়, ব্রিটেনের ঔপনিবেশিক শাসনামলে হংকংয়ে কোনও গণতন্ত্র ছিল না। সেখানে গণতান্ত্রিক সংস্কার নিষিদ্ধ ছিল। ১৯৯৭ সালে হংকং চীনের কোলে ফিরে আসার পর হংকংবাসীরা প্রথম নিজের কাজ নিজেরা করার অধিকার পায়। ‘এক দেশ, দুই ব্যবস্থার’ কাঠামোতে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল নিজের কাজ পরিচালনা করেছে।

বাস্তবতা প্রমাণ করেছে যে, চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) ও চীন সরকারের উদ্যোগে প্রতিষ্ঠিত ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতি এবং হংকংয়ের জন্য সঙ্গতিপূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থা হংকংবাসীদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করেছে।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)