ওমিক্রন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা সরকারি পরিসংখ্যানের চেয়ে বেশি: ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী
2021-12-20 18:23:45

ওমিক্রন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা সরকারি পরিসংখ্যানের চেয়ে বেশি: ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী_fororder_1220-5

ডিসেম্বর ২০: গতকাল (রোববার) ব্রিটিশ সরকারের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ব্রিটেনে ওমিক্রনে আক্রান্ত রোগীর সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়েছে। কিন্তু, এদিন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভেদ বলেন, আক্রান্তের আসল সংখ্যা প্রকাশিত সংখ্যার চেয়ে ‘অনেক বেশি’।

এদিন ব্রিটেনের স্বাস্থ্য নিরাপত্তা ব্যুরো জানায়, রোববার ওমিক্রন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১২,১৩৩জন বেড়ে হয়েছে ২৭,১০১জন। ব্রিটিশ সরকারের পরিসংখ্যান অনুযায়ী, রোববার ব্রিটেনে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা ৮২,৮৮৬জন বেড়ে হয়েছে ১১,৩৬১,৩৮৭জন। আক্রান্ত রোগীর মধ্যে ৪৫জনের মৃত্যুর পর মৃতের সংখ্যা হলো ১৪৭,২১৮জন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওমিক্রন খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। তাই আসল আক্রান্তের সংখ্যা প্রকাশিত সংখ্যার চেয়ে অনেক বেশি হবে। কারণ, সবার পরীক্ষা করা হয়নি।

তিনি আরও বলেন, বর্তমানে ওমিক্রন সম্পর্কে আমরা খুব কম জানি।

(স্বর্ণা/তৌহিদ/ছাই)