ফিলিপিন্সে টাইফুনের আঘাতে ২০৮জন নিহত
2021-12-20 19:17:18

নতুন পরিস্থিতিতে চীনের উত্সাহমূলক ব্যবস্থা_fororder_0824ab18972bd4079898ee12e90104580eb30917

ডিসেম্বর ২০: ফিলিপিন্সের জাতীয় পুলিশ বিভাগের আজ (সোমবার) জানিয়েছে, টাইফুন রাই’র আঘাতে সেদেশে ২০৮জন মারা গেছে।

পুলিশের পরিসংখ্যানে বলা হয়, টাইফুনে ২৩৯জন আহত এবং ৫২জন নিখোঁজ হয়। যেসব এলাকার ওপর দিয়ে টাইফুন গেছে সেসব এলাকায় প্রচুর বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে ও ধসে পড়েছে; বেশ কিছু রাস্তা এখনও চলাচলের অনুপযোগী এবং কয়েক হাজার মানুষ বিদ্যুত্ বিভ্রাট ‌ও যোগাযোগ বিঘ্নিত অবস্থায় রয়েছে।

নতুন পরিস্থিতিতে চীনের উত্সাহমূলক ব্যবস্থা_fororder_微信图片_20211220191650

ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে ত্রাণ ও উদ্ধারকাজের নির্দেশনা দিয়েছেন। দুর্গত বাসিন্দাদের খাদ্য, পানি ও তাঁবুসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী পাঠানো হবে এবং বাহিনীকে ত্রাণ ও উদ্ধারে অংশ নেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি।

(ছাই/তৌহিদ/স্বর্ণা)