ভবিষ্যতেও চীন বৈশ্বিক উত্পাদনের কেন্দ্র থাকবে: থিংক ট্যাংক
2021-12-20 18:58:53

 

ডিসেম্বর ২০: বিশ্বের বড় আকারের শিল্পপ্রতিষ্ঠানের গবেষণালয় সম্প্রতি বৈশ্বিক সরবরাহ চেইন-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, আগামী দশকেও বিশ্বের উত্পাদন নেটওয়ার্ক বহাল থাকবে। চীন হবে বিশ্বের প্রধান উত্পাদন কেন্দ্র। সেবা শিল্পের বিশ্বায়ন জোরদার হবে।

প্রতিবেদনে বলা হয়, বিশ্বায়নের যুগ শেষ হয়নি। বিশ্বব্যাপী নীতিগত ঝুঁকি ও অনিশ্চয়তার কারণে আরও বিপুল মাত্রার স্থানীয়করণ সৃষ্টি হতে পারে।

 

প্রতিবেদনে মনে করা হয় যে, চীন এখনও বিশ্ব অর্থনীতির অন্যতম উত্পাদন কেন্দ্র। কিছু শিল্পপ্রতিষ্ঠান নিজের উত্পাদন দক্ষিণ-পূর্ব এশিয়ায় রাখতে চায়। তবে, এ অঞ্চলের বাজারগুলোর দক্ষতা সীমিত, যা চীনকে প্রতিস্থাপন করতে পারবে না।

প্রতিবেদনে বলা হয়, সেবামূলক প্রতিষ্ঠানের বিশ্বায়ন হবে এবং এতে নতুন প্রবৃদ্ধি হবে। যুক্তরাষ্ট্র বাণিজ্যিক ও আর্থিক পরিষেবার নেতৃত্ব দিলেও- চীন, ভারত ও আয়ারল্যান্ডের মতো দ্রুত বর্ধনশীল বাজার মার্কিন আধিপত্যকে চ্যালেঞ্জ করতে পারে।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)