তাইওয়ান অবশেষে বাড়ি ফিরবে, দাবার ঘুঁটি হবে না: ওয়াং ই
2021-12-20 18:57:56

 

ডিসেম্বর ২০: চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আজ (সোমবার) বেইজিংয়ে অনুষ্ঠিত ‘২০২১ সালের আন্তর্জাতিক পরিস্থিতি ও চীনা কূটনীতি সেমিনারের উদ্বোধনী’ অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন, অবশেষে তাইওয়ান বাড়িতে ফিরে আসবে, দাবার ঘুঁটি হিসেবে ব্যবহৃত হবে না।

 

তাইওয়ান প্রণালীতে নতুন দফা উত্তেজনার পেছনে তাইওয়ান কর্তৃপক্ষের অপচেষ্টা জড়িত। বিষয়টি ‘যুক্তরাষ্ট্রের উস্কানিতে স্বাধীন তাইওয়ান’ গঠনের অপচেষ্টার সঙ্গে জড়িত। যুক্তরাষ্ট্র ও কিছু দেশ ‘তাওয়ান দিয়ে চীনকে নিয়ন্ত্রণের’ অপচেষ্টা চালাচ্ছে। একচীন নীতির বিষয়বস্তুকে সংকটের মধ্যে ফেলেছে। এ কারণে তাইওয়ান প্রণালীর চলমান অবস্থা পরিবর্তন হয়েছে এবং তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা নষ্ট হয়েছে। এটি আন্তর্জাতিক সমাজের মতৈক্য ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়ম লঙ্ঘন করেছে। সুতরাং, চীন কঠোর পাল্টা-ব্যবস্থা নিয়েছে। এটি ‘স্বাধীনতার দাবিদারদের’ আঘাত করেছে। এখন চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠাকারী দেশের সংখ্যা বেড়ে হয়েছে ১৮১টি।

(ওয়াং হাইমান/তৌহিদ)