বিশ্বের ক্রীড়াবিদদের বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসে স্বাগত জানায় চীন
2021-12-20 19:29:44

বিশ্বের ক্রীড়াবিদদের বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসে স্বাগত জানায় চীন_fororder_ac345982b2b7d0a2d4e19d70a920fc004a369a08

ডিসেম্বর ২০: যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বের ক্রীড়াবিদদেরকে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসে অংশগ্রহণে স্বাগত জানায় চীন। চীন সংশ্লিষ্ট সব নিরাপত্তা ও সুবিধা দেবে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি জিয়ান আজ (সোমবার) বেইজিংয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেছেন।

মার্কিন অলিম্পিক কমিশনের সিইও সারাহ হির্শল্যান্ড সম্প্রতি ঘোষণা করেন যে, ২৩০জন মার্কিন ক্রীড়াবিদ বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস ও ৬৫জন বেইজিং শীতকালীন প্রতিবন্ধী অলিম্পিক গেমসে অংশ নেবেন। মার্কিন অলিম্পিক কমিশন গেমসের আগে এসব ক্রীড়াবিদদেরকে মহামারী প্রতিরোধের তথ্য, চীনের আইন ও বিধান এবং আন্তর্জাতিক অলিম্পিক গেমস সম্পর্কে পরিচয় করিয়ে দেবে।

বিশ্বের ক্রীড়াবিদদের বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসে স্বাগত জানায় চীন_fororder_86ced98e23e6401888ce543824d4af54

এ সম্পর্কে চাও লি চিয়ান বলেন, গত ২ ডিসেম্বর জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের সম্মেলনে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের সময় যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়। আন্তর্জাতিক অলিম্পিক কমিশন, জি-টুয়েন্টি, চীন-আফ্রিকা সহযোগিতা ফোরাম, চীন-লাতিন অ্যামেরিকা অভিন্ন সমাজ ও শাংহাই সহযোগিতা সংস্থা বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসকে সমর্থন দিয়েছে। দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, ফিনল্যান্ড, বুলগেরিয়া, গ্রিস, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন, বেলারুশ, আর্জেন্টিনা, ভেনিজুয়েলা ও কিউবা বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের সফল আয়োজন প্রত্যাশা করে।

(ছাই/তৌহিদ/স্বর্ণা)