চীন-লাওস রেলপথ থেকে এতদঞ্চলের আরও বেশি দেশ উপকৃত হবে: মার্কিন বিশেষজ্ঞের অভিমত
2021-12-20 13:44:55

ডিসেম্বর ২০: যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সিনিয়র উপদেষ্টা ও গবেষক ডেভিড ল্যাম্পটন বলেছেন, চীন-লাওস রেলপথ দু’দেশ ও দক্ষিণপূর্ব এশিয়ার আরও অনেক দেশের জন্য কল্যাণকর প্রমাণিত হবে।

সম্প্রতি গ্লোবাল থিঙ্ক ট্যাঙ্ক (সিসিজি)-এর সাথে সংলাপকালে তিনি বলেন, চীন-লাওস রেলপথ লাওসের মাধ্যমে আরও বেশি জায়গায় কল্যাণ বয়ে নিয়ে যাবে। যদিও এটি একটি রেলপথ, তবে তা নদীর মতো অনেক দেশকে সংযুক্ত করবে; আশেপাশের অঞ্চলগুলোর উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, দক্ষিণপূর্ব এশিয়ার ১০ কোটিরও বেশি মানুষের জীবন ও উন্নয়ন-প্রক্রিয়ায় এ রেলপথ ইতিবাচক প্রভাব ফেলবে এবং অর্থনীতি ও সমাজের উন্নয়নে নতুন নতুন সুযোগ সৃষ্টি করবে।

উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর চীনের খুনমিং শহর থেকে লাওস রাজধানী ভিয়েনতিয়েন পর্যন্ত বিস্তৃত এ রেলপথটি আনুষ্ঠানিকভাবে চালু হয়।  (সুবর্ণা/আলিম/লাবন্য)