বাংলাদেশে নির্বাচন কমিশন পুনর্গঠনে শুরু হচ্ছে রাষ্ট্রপতির সংলাপ
2021-12-20 18:49:06

বাংলাদেশে নির্বাচন কমিশন পুনর্গঠনে শুরু হচ্ছে রাষ্ট্রপতির সংলাপ_fororder_11111111111111

ঢাকা, ডিসেম্বর ২০: বাংলাদেশে নির্বাচন কমিশন পুনর্গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ শুরু হচ্ছে। সোমবার বিকেলে জাতীয় পার্টি সংলাপে প্রথম দল হিসেবে যোগ দিচ্ছে।

বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হওয়ার প্রায় ২ মাস বাকি থাকতেই এ সংলাপ শুরু হচ্ছে।

অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ সংলাপে অংশ নেবে আগামী বুধবার। বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি আগামী ২৬ ডিসেম্বর সংলাপে অংশ নেয়ার আমন্ত্রণ পেয়েছে।

নির্বাচন কমিশন পুনর্গঠনে সংবিধান অনুসারে আইন প্রণয়নের প্রস্তাবের কথা আলোচনায় আছে বেশ কিছু দিন ধরেই। তবে এরই মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী জানিয়েছেন, এবার আইন প্রণয়ন করা সম্ভব হবে না। গেল ৪ অক্টোবর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে অংশ নেয়ার পর দেশে ফিরে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এবারও রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটির মাধ্যমেই নির্বাচন কমিশন গঠিত হবে।

এরপর গেল ১৮ নভেম্বর বাংলাদেশের আইনমন্ত্রীও জানান, এবার সময় সময়স্বল্পতার কারণে আইন প্রণয়ন করা সম্ভব হবে না।

সাজিদ রাজু