‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগ আফ্রিকান ইউনিয়নের ‘২০৬৩ সালের লক্ষ্যমাত্রার’ সাথে সঙ্গতিপূর্ণ: আফ্রিকান নেতা
2021-12-19 18:48:47

ডিসেম্বর ১৯: চীনের ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগ আফ্রিকান ইউনিয়নের ‘২০৬৩ সালের লক্ষ্যমাত্রা’-এর উন্নয়নের নির্দেশনার সাথে সঙ্গতিপূর্ণ। চীনের উদ্যোগ আফ্রিকান দেশগুলোর অবকাঠামো ও বাজার সংযোগের ব্যবস্থা জোরদার করেছে। আফ্রিকান ইউনিয়নের সাবেক ভাইস চেয়ারম্যান ইলাস্টাস মুয়েঞ্চা সম্প্রতি অনলাইনে ‘এক অঞ্চল, এক পথ’ আন্তর্জাতিক সহযোগিতার শীর্ষ-ফোরামের উপদেষ্টা কমিটির ২০২১ সালের বার্ষিক সম্মেলনে দেওয়া ভাষণে এ কথা বলেছেন।

তিনি বলেন, সড়ক, রেলপথ, বন্দর ও ডিজিটাল অবকাঠামো নির্মাণের মাধ্যমে আফ্রিকার সাধারণ নাগরিকদের জীবন অনেক উন্নত হয়েছে। চীনের সহায়তায় আফ্রিকার পরিবহন-ব্যবস্থা, জ্বালানি-সম্পদ ও টেলিযোগাযোগ প্রযুক্তি অনেক উন্নত হয়েছে।

তিনি কেনিয়ায় মোম্বাসা-নাইরোবি স্ট্যান্ডার্ড গেজ রেলওয়ের কথা উল্লেখ করেন। তিনি বলেন, রেলপথটি স্থানীয় যাত্রী ও পণ্য পরিবহন খাতে বৈপ্লবিক পরিবর্তন বয়ে এনেছে।

(ছাই/তৌহিদ/ওয়াং হাইমান)