মিশরে প্রথম ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত; নেদারল্যান্ডস মহামারী প্রতিরোধে কঠোর ব্যবস্থা নিয়েছে
2021-12-19 18:01:23

মিশরে প্রথম ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত; নেদারল্যান্ডস মহামারী প্রতিরোধে কঠোর ব্যবস্থা নিয়েছে_fororder_7531099187535590104

মিশরে প্রথম ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত; নেদারল্যান্ডস মহামারী প্রতিরোধে কঠোর ব্যবস্থা নিয়েছে_fororder_2998171424758448472

ডিসেম্বর ১৯: মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার জানায়,  সেদেশে প্রথমবারের মতো ওমিক্রনের অস্তিত্ব পাওয়া গেছে। এদিকে নেদারল্যান্ডস আজ (শনিবার) থেকে আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত কঠোর প্রতিরোধব্যবস্থা ঘোষণা করেছে।

জানা গেছে, মিশরের কায়রো আন্তর্জাতিক বিমান বন্দরে তিনজন আক্রান্ত ব্যক্তি পাওয়া যায়। ওই তিনজন বিদেশ থেকে এসেছেন। বর্তমানে তিনজনকে হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে।

এদিকে, নেদারল্যান্ডস সরকার গতকাল (শুক্রবার) আরো কঠোর মহামারী প্রতিরোধব্যবস্থা ঘোষণা করেছে। সেদেশের জনস্বাস্থ্য ও পরিবেশ গবেষণালয়ের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের অনুমান অনুযায়ী বড়দিনের পরপরই ওমিক্রন নেদারল্যান্ডসের ছড়িয়ে পড়তে পারে।

এদিকে, কিউবা জনস্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার ঘোষণা করেছে যে, সেদেশে আরও চারজন ওমিক্রন আক্রান্ত মানুষ পাওয়া গেছে। চারজন আক্রান্তের মধ্যে ২জন দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসা কিউবার নাগরিক। অন্য দুজন হলেন কেনিয়া থেকে কিউবায় আসা বিদেশি পর্যটক।

(ছাই/তৌহিদ/ওয়াং হাইমান)