‘উন্মুক্ত আকাশ চুক্তি’ থেকে রাশিয়ার আনুষ্ঠানিক প্রত্যাহারের ঘোষণা
2021-12-19 17:18:21

 

‘উন্মুক্ত আকাশ চুক্তি’ থেকে রাশিয়ার আনুষ্ঠানিক প্রত্যাহারের ঘোষণা_fororder_src=http___k-static.xsfaya.com_utuku_imgcdc_640x0_mili_20210608_703b8783-e465-4706-b4ac-4b39fd98a2bd&refer=http___k-static.xsfaya

ডিসেম্বর ১৯: রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (শনিবার) এক বিজ্ঞপ্তিতে ‘উন্মুক্ত আকাশ চুক্তি’ থেকে তার আনুষ্ঠানিক প্রত্যাহার ঘোষণা করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাশিয়াকে এই চুক্তি থেকে প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছে। যুক্তরাষ্ট্রের উচিত সব দায় গ্রহণ করা। যুক্তরাষ্ট্র একতরফাভাবে এই চুক্তি নষ্ট করেছে; এর উদ্দেশ্য স্পষ্ট, তা হলো- ‘অস্ত্রের প্রতিদ্বন্দ্বিতা’। বিজ্ঞপ্তিতে বিগত ২০ বছরে রাশিয়ায় এই চুক্তি বাস্তবায়নের অবস্থা পর্যালোচনা করে উল্লেখ করা হয় যে, রাশিয়া হচ্ছে সব স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে সর্বোচ্চ পর্যবেক্ষক দেশ; পর্যবেক্ষণের জন্য রাশিয়ার ভূখণ্ডে ১৫৮০ বার ফ্লাইট পরিচালনা করেছে সব স্বাক্ষরকারী দেশ।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)