মহামারীর পঞ্চম ঢেউ অনিবার্য: জার্মান স্বাস্থ্যমন্ত্রী
2021-12-18 19:46:03

মহামারীর পঞ্চম ঢেউ অনিবার্য: জার্মান স্বাস্থ্যমন্ত্রী_fororder_1218-2

ডিসেম্বর ১৮: ওমিক্রনের কারণে জার্মানিতে বড় আকারের কোভিড-১৯ মহামারীর পঞ্চম ঢেউ অনিবার্য এবং তা জার্মানির হাসপাতাল, আইসিইউ ও গোটা সমাজের জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে। জার্মান স্বাস্থ্যমন্ত্রী কার্ল লাউটারবাখ গতকাল (শুক্রবার) হ্যানোভার গণমাধ্যমে দেওয়া সাক্ষাত্কারে এ-কথা বলেছেন।

তিনি বলেন, ওমিক্রন করোনাভাইরাসে আক্রান্ত গুরুতর রোগীর হার কম। কিন্তু তারপরও মৃত্যুর হার ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে বেড়ে যেতে পারে।

তিনি আরও বলেন, বুস্টার ডোজ নেওয়া হলো ‘ওমিক্রনে আক্রান্তের ক্ষতি এড়ানোর একমাত্র কার্যকর উপায়’। টিকার বুস্টার ডোজ নেওয়া খুব জরুরি। আসন্ন বড়দিনের ছুটিতে বাইরে যাওয়া মানুষের আগে থেকে টেস্ট করা উচিত।

জার্মানির রবার্ট কোচ গবেষণা কেন্দ্র থেকে গতকাল (শুক্রবার) প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গতকাল জার্মানিতে নতুন আক্রান্ত ৫০৯৬৮জন রোগী পাওয়া গেছে। আক্রান্ত রোগীর মধ্যে ৪৩৭জন মারা গেছে।

(স্বর্ণা/তৌহিদ/হাইমান)