বাংলাদেশে বুস্টার ডোজ কার্যক্রম: ট্রায়াল শুরু রোববার
2021-12-18 17:58:23

বাংলাদেশে বুস্টার ডোজ কার্যক্রম: ট্রায়াল শুরু রোববার_fororder_111111111111

ডিসেম্বর ১৮: পরীক্ষামূলকভাবে করোনাভাইরাসের বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম ১৯ ডিসেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, "সম্মুখসারির ডাক্তার, নার্স, সরকারি কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং বয়স্কদের এই বুস্টার ডোজের আওতায় আনা হবে"।

 গণটিকাদান কার্যক্রম শুরুর পর দেশের প্রায় সাত কোটি মানুষকে করোনাভাইরাসের প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে এবং প্রায় সাড়ে চার কোটি মানুষকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া সম্পন্ন হয়েছে।

মানিকগঞ্জের সদর উপজেলায় শুক্রবার সন্ধ্যায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। মন্ত্রী বলেন, "১২ কোটি মানুষকে টিকার আওতায় আনা হবে। তবে ইতোমধ্যে ৩০ ভাগ মানুষকে দুই ডোজ করে টিকা দেওয়া সম্ভব হয়েছে"।

অভি/শান্তা