শুক্রবার চীনে ১২৫জন কোভিড-১৯ রোগী শনাক্ত; বিদেশফেরত ৩৬
2021-12-18 17:44:38

 

ডিসেম্বর ১৮: চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন আজ (শনিবার) জানিয়েছে, শুক্রবার চীনের মূল ভূভাগে নতুন করে ১২৫জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে  বিদেশফেরত ৩৬জন।

 

নতুন শনাক্ত রোগীদের মধ্যে শাংহাইয়ে ১২জন, কুয়াংসিতে ১০জন, কুয়াংতুংয়ে ৫জন, থিয়ানচিনে ২জন, হুনানে ২জন, বেইজিং ১জন, চিলিনে ১জন, ফুচিয়ানে ১জন, শানতুংয়ে ১জন এবং ইয়ুননান প্রদেশে ১জন রয়েছেন। এ সময়ে কেউ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মারা যায়নি বা নতুন কোনও সন্দেহভাজন রোগীও পাওয়া যায়নি।

 

এদিকে, শুক্রবার চীনে ৩৩জন রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন এবং চিকিত্সা-পর্যবেক্ষণের আওতামুক্ত হয়েছেন ৫২৮২জন।

(ওয়াং হাইমান/তৌহিদ/স্বর্ণা)