শাংহাই সহযোগিতা সংস্থার মহাপরিচালকের সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাত্
2021-12-18 19:45:14

শাংহাই সহযোগিতা সংস্থার মহাপরিচালকের সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাত্_fororder_1218-3

শাংহাই সহযোগিতা সংস্থার মহাপরিচালকের সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাত্_fororder_1218-4

ডিসেম্বর ১৮: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আজ (শনিবার) বেইজিংয়ে শাংহাই সহযোগিতা সংস্থার মহাপরিচালক নরভ ভ্লাদিমির ইমামোভিচের সঙ্গে সাক্ষাত্ করেছেন। নরভ নিজের দায়িত্ব শেষ করে শিগগিরি উজবেকিস্তানে ফিরে যাবেন।

সাক্ষাত্কালে নরভের অবদানের জন্য ওয়াং ই প্রশংসা করেন এবং ভবিষ্যতেও শাংহাই সহযোগিতা সংস্থা এবং চীন-উজবেকিস্তান মৈত্রীর রক্ষায় ইতিবাচক ভূমিকা পালন করার প্রত্যাশা করেন।

 

নরভ বলেন ‘শাংহাই চেতনার’ আলোকে শাংহাই সহযোগিতা সংস্থার সদস্যরা নতুন ধরনের আন্তর্জাতিক সম্পর্ক গঠনে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। সংস্থার পালাক্রমিক সভাপতি রাষ্ট্র হিসেবে উজবেকিস্তান চীনের অভিজ্ঞতা নিয়ে আগামী বছরের শীর্ষসম্মেলন এবং পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন ভালোভাবে আয়োজন করবে।

তিনি আরও বলেন, চীনে তিন বছরে তাঁর সুন্দর স্মৃতি তৈরি হয়েছে। চীনের উন্নয়ন অনেক উন্নয়নশীল দেশকে উত্সাহ দিয়েছে। চীনের কাছ থেকে অনেক কিছুই শেখার আছে বলে উল্লেখ করেন তিনি।

  (স্বর্ণা/তৌহিদ/হাইমান)