বাংলাদেশে স্বাস্থ্যকর্মীদের দিয়ে শুরু হচ্ছে বুস্টার ডোজ
2021-12-18 18:00:27

বাংলাদেশে স্বাস্থ্যকর্মীদের দিয়ে শুরু হচ্ছে বুস্টার ডোজ_fororder_3333333333333

ডিসেম্বর ১৮: বাংলাদেশে  রোববার থেকে শুরু হতে যাওয়া করোনার বুস্টার ডোজ প্রয়োগ কার্যক্রম পরীক্ষামূলকভাবে প্রথমদিকে চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যকর্মীদের দিয়ে শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা জেলা সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান। শনিবার ভার্চুয়ালি সাংবাদিকদের সঙ্গে যুক্ত হয়ে তিনি বলেন, স্বাস্থ্যকর্মীদের পর টিকা দেওয়া হবে বয়স্কদের।

সিভিল সার্জন বলেন, “প্রাথমিক পর্যায়ে বড় পরিসরে বুস্টার ডোজ কার্যক্রম শুরু হবে না। প্রথমদিকে সতর্কতামূলকভাবে কিছু জনগোষ্ঠীকে দেয়া হবে। কিছুদিন পর্যবেক্ষণের পর বড় আকারে শুরু করা হবে এই কার্যক্রম”।

মঈনুল আহসান বলেন,”পরবর্তী পর্যায়ে অবশ্যই বয়স্কদের বুস্টার ডোজের আওতায় আনা হবে। তবে এক্ষেত্রে তাদের কোমরবিড কন্ডিশন বিবেচনায় রাখা হবে”। স্বাস্থ্য অধিদপ্তরের মতে, বাংলাদেশে গণটিকাদান কার্যক্রম শুরুর পর এ পর্যন্ত প্রায় সাত কোটি মানুষকে করোনাভাইরাসের প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে এবং প্রায় সাড়ে চার কোটি মানুষ পেয়েছেন দ্বিতীয় ডোজের টিকা। পর্যায়ক্রমে ১২ কোটি মানুষকে টিকার আওতায় আনা হবে। তবে ইতোমধ্যে ৩০ ভাগ মানুষকে পূর্ণ ২ ডোজ করে টিকা দেওয়া সম্ভব হয়েছে।

অভি/শান্তা