যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়ার পারমাণবিক সাবমেরিন সহযোগিতা পরমাণু ঝুঁকি সৃষ্টি করেছে: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়
2021-12-18 17:42:43

 

ডিসেম্বর ১৮: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন গতকাল (শুক্রবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া—তিন পক্ষের অংশীদারি সম্পর্ক কাঠামোতে পারমাণবিক সাবমেরিন সহযোগিতা চালিয়েছে; যা গুরুতর পরমাণু অস্ত্র বিস্তারের ঝুঁকি সৃষ্টি করেছে। পাশাপাশি, এটি ‘পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির’ উদ্দেশ্য লঙ্ঘন করেছে।

 

মুখপাত্র বলেন, পারমাণবিক সাবমেরিনের ওপর আন্তর্জাতিক পরমাণু সংস্থা কার্যকর তত্ত্বাবধান করতে পারে না। তাই, অস্ট্রেলিয়া এসব পরমাণু উপকরণ দিয়ে পরমাণু অস্ত্র বা পরমাণু বোমা তৈরি করবে কি না—তা নিশ্চিত করা সম্ভব হবে না।

তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়ার পারমাণবিক সাবমেরিন সহযোগিতা তত্ত্বাবধানের বিষয় ‘পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির’ সম্পূর্ণতা ও কার্যকারিতার সঙ্গে জড়িত। এই সংস্থার সব সদস্য দেশের স্বার্থের সঙ্গে বিষয়টি জড়িত। তাই সব সদস্য দেশের উচিত এ বিষয়ে আলোচনা করা।
(ওয়াং হাইমান/তৌহিদ/স্বর্ণা)