প্রশিক্ষণ পেলে বড় অবদান রাখতে পারে অভিবাসীরা’
2021-12-18 18:02:31

প্রশিক্ষণ পেলে বড় অবদান রাখতে পারে অভিবাসীরা’_fororder_44444444444

ডিসেম্বর ১৮ : মানসম্মত প্রশিক্ষণ পেলে অভিবাসীরা বাংলাদেশের অর্থনীতিতে আরও বড় অবদান রাখতে পারবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শনিবার রাজধানীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আন্তর্জাতিক অভিবাসী দিবস অনুষ্ঠানে তিনি বলেন, “প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য দক্ষ জনশক্তির কোনো বিকল্প নেই”।

ড. মোমেন বলেন, ‘অভিবাসন প্রক্রিয়াকে নিরাপদ ও স্বচ্ছ করে তুলতে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নিরাপদ অভিবাসনকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে”।

মন্ত্রী উল্লেখ করেন, “প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতিটি উপজেলা থেকে বছরে ১ হাজার কর্মীকে বিদেশে পাঠানোর লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।“

এ লক্ষ্য অর্জনে সরকারের পাশাপাশি উন্নয়ন সহযোগী, আন্তর্জাতিক সংস্থাসমূহ, এনজিও, সুশীলসমাজসহ সব অংশীজনকে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান তিনি। ২০২৬ সালে স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ চূড়ান্তভাবে উত্তরণ করলে, সে সময় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রয়োজন হবে দক্ষ জনশক্তি। এজন্য শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির ওপর বেশি নজর দেয়া দরকার বলে অনুষ্ঠানে মত দেন আলোচকরা।

অভি/শান্তা