ইরানের সপ্তম দফা পরমাণু আলোচনা শেষ, বিভিন্ন পক্ষের আলাদা প্রতিক্রিয়া
2021-12-18 17:44:12

 

ডিসেম্বর ১৮: ইরানের পরমাণু ইস্যুতে সার্বিক চুক্তির সংশ্লিষ্ট পক্ষগুলো গতকাল (শুক্রবার) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সপ্তম দফা পরমাণু আলোচনা শেষ করেছে। নতুন দফা আলোচনা এ বছরের শেষ দিকে অনুষ্ঠিত হতে পারে।

বিশ্লেষকরা মনে করছেন, ইউরোপীয় ইউনিয়ন, ইরান, চীন ও রাশিয়াসহ বিভিন্ন পক্ষ এই আলোচনার ইতিবাচক মূল্যায়ন করেছে। তবে, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিসহ সংশ্লিষ্টরা দুঃখ বা হতাশা প্রকাশ করেছে। আলোচনার ফলাফলে বিভিন্ন পক্ষের ভিন্ন প্রতিক্রিয়া প্রমাণ করে যে, পরবর্তীতে আলোচনায় আরও সমস্যা হতে পারে। তবে সংলাপের মাধ্যমে ইরানের পরমাণু সমস্যা সমাধানের মনোভাব অপরিবর্তিত রয়েছে।

সম্মেলনে সভাপতিত্ব করা  ইইউ’র বৈদেশিক অ্যাকশন এজেন্সির উপ-সচিব এবারের আলোচনার ফলাফল পর্যালোচনার সময় বলেন, আলোচনা পুনরায় চালু হলে  ইরানের নতুন প্রতিনিধিদলের সঙ্গে সুষ্ঠু কর্ম-সম্পর্ক প্রতিষ্ঠা করেছে বিভিন্ন পক্ষ।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী এবং ইরানের পরমাণু সমস্যার প্রধান আলোচক বলেন, এবারের আলোচনায় ‘সুষ্ঠু অগ্রগতি’ অর্জিত হয়েছে। ইরানের মন্তব্য ও অবস্থান মেনে নিলে পরবর্তী দফার আলোচনা চূড়ান্ত আলোচনায় পরিণত হতে পারে।

ভিয়েনায় জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ওয়াং ছুন বলেন, এবারের আলোচনা সফল হয়েছে। এটি আরও ঘনিষ্ঠ আলোচনার সুষ্ঠু ভিত্তি স্থাপন করেছে।

তবে, যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশ এবারের আলোচনার নেতিবাচক মূল্যায়ন করেছে। এ আলোচনায় হতাশা ব্যক্ত করেছেন তারা।

(ওয়াং হাইমান/তৌহিদ/স্বর্ণা)