দুর্নীতিগ্রস্ত মানুষের ‘নিরাপদ স্বর্গ’ না হওয়ার তাগিদ দিয়েছে চীন
2021-12-18 19:47:18

দুর্নীতিগ্রস্ত মানুষের ‘নিরাপদ স্বর্গ’ না হওয়ার তাগিদ দিয়েছে চীন_fororder_1202-5

ডিসেম্বর ১৮: দুর্নীতিগ্রস্ত মানুষের ‘নিরাপদ স্বর্গ’ না হওয়ার তাগিদ দিয়েছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন গতকাল (শুক্রবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলন এ কথা বলেছেন।

১৩ থেকে ১৭ ডিসেম্বর ‘জাতিসংঘ দুর্নীতিদমন কনভেনশনে’ স্বাক্ষরকারী দেশের নবম সম্মেলন মিশরে অনুষ্ঠিত হয়। এ কনভেনশন হলো দুর্নীতিদমন খাতে সবচেয়ে প্রভাবশালী বৈশ্বিক ব্যবস্থা।

চীনা মুখপাত্র বলেন, এ সম্মেলনে চীন উচ্চ পর্যায়ের প্রতিনিধি পাঠিয়েছে। চীন সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি দুর্নীতিগ্রস্ত মানুষের ‘নিরাপদ স্বর্গ’ না হওয়ার তাগিদ দেয়।

তিনি আরও বলেন, কোনও দেশ দুর্নীতিদমনের নামে অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের আচরণ এবং মতাদর্শগত বিভেদের সূত্র ধরে ছোট জোট তৈরির চেষ্টার বিরোধিতা করে। চীন সংশ্লিষ্ট দেশগুলোকে দুর্নীতিদমন খাতে দায়িত্ব পালন করা এবং দুর্নীতিগ্রস্তদের রক্ষা না করার তাগিদ দেয়।

(স্বর্ণা/তৌহিদ/হাইমান)