২০২২ সালে মহামারী ও আর্থিক ঘাটতি মোকাবিলার ওপর গুরুত্ব দেওয়া হবে: জাতিসংঘ মহাসচিব
2021-12-17 15:44:20

ডিসেম্বর ১৭: জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরহিস গতকাল (বৃহস্পতিবার) বছরের শেষ প্রেস ব্রিফিংয়ে বলেন, ২০২২ সালে তিনি মহামারী ও আন্তর্জাতিক আর্থিকব্যবস্থার ঘাটতি মোকাবিলার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন ।

ভিডিও-লিঙ্কের মাধ্যমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি মহামারী, অন্যায্যতা, জলবায়ু সংকটসহ নানান গুরুতর চ্যালেঞ্জের উদাহরণ টানেন। তিনি বলেন, ৯৮টি দেশ এখনও টিকাদান লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। ওদিকে নিম্ন আয়ের দেশগুলোর মাত্র ৪ শতাংশ মানুষ টিকা গ্রহণ করেছেন। টিকাবণ্টনের ক্ষেত্রে বিদ্যমান অসমতা, সিদ্ধান্তহীনতা ও আত্মতুষ্টির কারণে এখনও বিশ্বব্যাপী ভাইরাস ছড়াচ্ছে।

বৈশ্বিক অর্থনীতি সম্পর্কে মহাসচিব বলেন, ভারসাম্যহীন অর্থনৈতিক পুনরুদ্ধার অসমতা বাড়ায় ও মানুষের ওপর না-হক চাপ বৃদ্ধি করে। ঋণ পরিশোধ, কর্মসংস্থান সৃষ্টি ও জলবায়ু পরিবর্তন মোকাবিলাসহ নানান ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোর সীমাবদ্ধতা অনেক বেশি।

তিনি আরও বলেন, ক্রমবর্ধমান অসমতা ও সামাজিক অস্থিতিশীলতা গণতান্ত্রিক ব্যবস্থার জন্যও বড় হুমকি। এখন আন্তর্জাতিক আর্থিকব্যবস্থার সংস্কার দরকার। (শিশির/আলিম/রুবি)