৯৮ শতাংশ আফগানির দু’মুঠো অন্নের নিশ্চয়তা নেই: বিশ্ব খাদ্য কর্মসূচি
2021-12-17 18:45:27

৯৮ শতাংশ আফগানির দু’মুঠো অন্নের নিশ্চয়তা নেই: বিশ্ব খাদ্য কর্মসূচি_fororder_阿富汗2

৯৮ শতাংশ আফগানির দু’মুঠো অন্নের নিশ্চয়তা নেই: বিশ্ব খাদ্য কর্মসূচি_fororder_阿富汗3

৯৮ শতাংশ আফগানির দু’মুঠো অন্নের নিশ্চয়তা নেই: বিশ্ব খাদ্য কর্মসূচি_fororder_阿富汗1

ডিসেম্বর ১৭: আফগানিস্তানে জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচির প্রতিনিধি সম্প্রতি বলেছেন, ৯৮ শতাংশ আফগানির দু’মুঠো অন্নের নিশ্চয়তা নেই। দেশটিতে ক্ষুধা ও দারিদ্র্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে।

মুখপাত্র বলেন, এই সংকটকে একটি বিপর্যয়ে পরিণত হওয়া থেকে ঠেকাতে অনেক কাজ করতে হবে। চলতি বছরের অগাস্টে মার্কিন সৈন্যরা কাবুল ত্যাগ করার পর সেদেশে অনেক বিদেশি সাহায্য বন্ধ হয়ে যায়। যুক্তরাষ্ট্র আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের প্রায় ৯৫০ কোটি মার্কিন ডলার ফ্রিজ করেছে। ফলে, দেশটির অর্থনীতি ধুকছে।

মুখপাত্র আরও বলেন, আফগানিস্তানে দারিদ্র্যসমস্যা দিন দিন প্রকট থেকে প্রকটতর হচ্ছে। অনেক আফগানি খাদ্য ও জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকটে ভুগছেন। অধিকাংশ আফগান নাগরিক, বিশেষ করে শিশুরা ক্ষুধা ও পুষ্টিহীনতায় ভুগছে।

বিশ্ব খাদ্য কর্মসূচির মুখপাত্র বলেন, এখন প্রায় ৯৮ শতাংশ আফগানির কাছে যথেষ্ট খাবার নেই এবং এই সংখ্যা অগাস্ট মাসের তুলনায় ১৭ শতাংশ বেশি। গুরুতর অর্থনৈতিক সংকট, দীর্ঘস্থায়ী সংঘর্ষ এবং খরার কারণে অনেক সাধারণ পরিবারের পক্ষে জীবন চালিয়ে নেওয়া দিন দিন কঠিন থেকে কঠিনতর হচ্ছে। (লিলি/আলিম/শুয়ে)