চীনে লিথুয়ানিয়ার কূটনীতিকের আটক থাকার খবর ভিত্তিহীন: চীনা মুখপাত্র
2021-12-17 19:08:44

ডিসেম্বর ১৭: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (শুক্রবার) এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, চীনে লিথুয়ানিয়ার কূটনীতিকের আটক থাকার খবর ভিত্তিহীন।

তিনি বলেন, চীন লিথুয়ানিয়ার কোনো নিরাপরাধ ব্যক্তিকে আটক রাখেনি। এটা ডাহা মিথ্যা খবর।

মুখপাত্র বলেন, লিথুয়ানিয়া চীনের সঙ্গে আলোচনা না-করেই নিজের সব কূটনীতিককে সরিয়ে নেওয়া সিদ্ধান্ত নিয়েছে এবং গুজব ছড়িয়ে নিজের দোষ ঢাকার চেষ্টা চালাচ্ছে। চীন এতে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করছে।

তিনি আরও বলেন, চীন সংশ্লিষ্ট পক্ষকে ন্যায়সংগত অবস্থানে থেকে ‘এক-চীননীতি’ মেনে চলতে এবং চীন-ইউরোপ সম্পর্কের উন্নয়নের চলমান ধারাকে রক্ষা করার তাগিদ দেয়। (শুয়েই/আলিম/লিলি)